ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ হয় বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে পথশিশু ও এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
সভায় চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ও চান্দিনা উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, সাধারণ সম্পাদক লিটন সরকার।
চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সায়েম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন – স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল মান্নান ভূইয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিউল বাসার, সহ-সভাপতি হাবিবুর রহমান জনি, আল আমিন, সাধারণ সম্পাদক আবু মুসা জনি, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক যাদব রায়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মো. মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,১০১ টিম ও সেচ্ছাসেবকলীগের সদস্য শামীম,জেমস,মার্চেন্ট সেলিম,এখলাছ সরকার,রবিউল হাছান,মাহফুজুর রহমান,খলিলুর রহমান প্রমুখ।