ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনা উপজেলায় দিনব্যাপী বাল্যবিবাহ ও বাল্যবিবাহ নিরোধ আইণ ২০১৭ মাদক প্রতিরোধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং জুয়া নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামূলক( ৪ব্যাচ) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রবিবার ( ২১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা পরিষদ আয়োজনে মহিলা বিষয়ে ও শিশু বিষয়ক স্হায়ী কমিটির চান্দিনা কুমিল্লা বাস্তবায়নে এবং উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্হানীয় সরকার বিভাগ,ও জাইকা সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম মুন্সি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন সহকারী কমিশন (ভূমি) উম্মে হাবিবা মজুমদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাকিব মোর্সালিন চান্দিনা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. কবির হোসেন, কোর্স কোঅর্ডিনেটর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসেলিটর ইউ,ডি,এফ, ইউ,জি,ডি,পি, মো. খালিদ মোস্তাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সো. সুমন ভূঁইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক হোসেন, শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু বকর সিদ্দিকী।
চান্দিনা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন,মেম্বার সহ ১০০ জন এই প্রশিক্ষণে অংশ নেন ।