ইয়াছিন আরাফাত।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উম্মে হাবিবা মজুমদার সোমবার ( ৬ জুন) তিনি চান্দিনা উপজেলায় (ভূমি) অফিসে যোগদান করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার ( ভূমি) উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. জিয়াউল হক মীর এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর হক মীর সহকারী কমিশনার (ভূমি)কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন এর আগে তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় দায়িত্বরত ছিলেন এবং জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছিলেন।