রফিকুল ইসলাম।
পুলিশি সেবা সহজীকরণ জনবান্ধব পুলিশিং নিশ্চিত করণ এবং ইউপি নিবার্চনের পরবর্তী সময়ের সহিংসতা এড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ০৪/১২/২০২১ খ্রিঃ তারিখ জনাব মোঃ আনিছুর রহমান, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া।
এর সভাপতিত্বে সরাইল থানাধীন ১নং অরুয়াইলের দুবাজাইল চকবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ মিজানুর রহমান, বিট অফিসার অরুয়াইল এর সমন্বয়ে উক্ত সভায় এসময় স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) জনাব মোঃ আনিছুর রহমান বলেন, পুলিশ-জনতা সম্পর্ক উন্নয়ন এবং জনগণের দোড়গড়াই পুলিশি সেবা পৌঁছে দেয়ার মধ্যদিয়ে জনবান্ধব পুলিশিং সৃষ্টি করাই মূলত বিট পুলিশিং এর মূল লক্ষ্য প্রতিটি নাগরিকের জন্য যথাযথ পুলিশি সেবার নিশ্চয়তা প্রদানের নিমিত্তে।
পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলেও পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্যই বিট পুলিশিং। এছাড়াও এলাকার প্রত্যেক নাগরিকগণকে মাদক, ইভটিজিং, জঙ্গী, দাঙ্গা, বাল্য বিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।