আজ ২১শে নভেম্বর, ২০২৪, রাত ১০:৫৫

কুসিক মেয়র প্রার্থী সূচনার পক্ষে দেবিদ্বার এমপি কালাম সমর্থকদের গণসংযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে বাস প্রতীকের প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনার পক্ষে সোমবার দিনভর নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের অনুসারীরা নগরের প্রাণ কেন্দ্র কান্দিরপাড় থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাস প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোটারদের কাছে সরকারের উন্নয়নমূলক বার্তা প্রচার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, যুবলীগ নেতা আবুল কালাম ফরাজী, মো. হান্নান মুন্সি, ইকবাল হোসেন অপু।

এ সময় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন বলেন, ডা. তাহসিন বাহার সূচনা আওয়ামী লীগ পরিবারের সন্তান। কুমিল্লাকে বিভাগ করতে বাস প্রতীকের বিকল্প কোন মার্কা নেই। কুমিল্লাস্থ দেবিদ্বারের সবাই প্রতি অনুরোধ আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই বাস প্রতীক মার্কায় ভোট দিয়ে কুমিল্লার উন্নয়ন অংশীদার হন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল কাইয়ুম, সাবেক আইন বিষয়ক সম্পাদক সুমন মিয়া, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনি, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, ইমরান আরফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ প্রমুখ৷

জানা গেছে, ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজনীতির পাশা পাশি তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেছেন এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রসঙ্গত আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনেভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০