আজ ৩১শে অক্টোবর, ২০২৪, রাত ২:২০

কুমিল্লায় সাংবাদিক নেতা ইয়াসমীন রীমার বাবার ইন্তেকাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমার বাবা ও অবসরপ্রাপ্ত পোষ্ট মাস্টার মো.আবদুল মতিন শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।সাংবাদিক ইয়াসমীন রীমা এ কথা নিশ্চিত করেছেন।

জানা যায়, কুমিল্লার প্রবীণ সংবাদপত্রের এজেন্ট নিউজ হোমের স্বত্বাধীকারী মো. আবদুল মতিন দীর্ঘদিন ধরে হার্ট , কিডনীসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিওতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে সাংবাদিক রীমার বাবা ইন্তেকাল করেন।

আজ শনিবার বাদ যোহর কুমিল্লা নগরীর মৌলভীপাড়া ঈদগাঁ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে । পড়ে তাকে বিঞ্চুপুর কবরস্থানে দাফন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১