নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা ও বিদেশী মদসহ তিন মাদক পাচাকারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ নভেম্বর) ভোররাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। আটককৃত হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার মোঃ খলিল মন্ডলের ছেলে মোঃ মাহামুদুন নবী রিপন (২৪)।
অপরদিকে রবিবার সকালে কুমিল্লার আমতলী বিশ্বরোড এলাকায় মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ৬ কেজি গাঁজা ও ৩ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজবাড়ি জেলার রাজবাড়ি সদরের মোঃ একরাম মিয়ার ছেলে মোঃ রুবেল (৩০) ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোঃ আমিনুল ইসলামের ছেলে অয়ন (১৯)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।