আজ ২৯শে নভেম্বর, ২০২৪, রাত ২:০২

কুমিল্লায় স্বাদের ঘর রেস্তোরা উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

হাবিবুর রহমান মুন্না।।

অতিথিদের অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে যাত্রা শুরু করলো স্বাদের ঘর রেস্তোরা।

সোমবার (২৩ মে) কুমিল্লা প্রেস ক্লাব ভবন পিসি রেস্তোরাঁর সাথে স্বাদের ঘর রেস্তোরার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু হানিফ।

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায়
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া, বাংলার আলোড়নের সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম,কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির,ডেইলি স্টারের খালেদ বিন নজরুল,ডিবিসির কুমিল্লা জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক ইনকিলাবের সাদিক মামুন,দেশ প্রতিক্ষণের মনির হোসেন,এসএ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, জাগরণী টিভির আশিকুর রহমান, দৈনিক শিরোনামের সালাউদ্দিন সুমন,দৈনিক স্বদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,আলোকিত কুমিল্লার সাইফুল ইসলাম সুমন,রুপসী বাংলার ফারুক আজম,জাগো নিউজের জাহিদ পাটোয়ারী,দূর্নীতির সন্ধ্যানের রকিবুল ইসলাম রানা,যায় যায় কালের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, আজকের পত্রিকার জহিরুল হক বাবু,চেতনা ৭১ মাইনুল হক স্বপন, দৈনিক ভোরের কলামের হাবিবুর রহমান মুন্না,সিটিভি নিউজের ওমর শারিদ বিধান, কুমিল্লা টুডে নিউজের তৌহিদ খন্দকার তপু,পথিকৃত কুমিল্লার সহ সম্পাদক মো. সাইফুল আলম, যমুনা ব্যাংকের কান্দিরপাড় ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন, মনোহরগঞ্জ সমিতির সভাপতি কাদের মোল্লা
প্রমুখ।

বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছেন পুরান ঢাকার বাবুর্চি কামাল মিয়া। ওনার মনোমুগ্ধকর খাবার রান্না করে পরিবেশনা করেছেন।

পরিচালনায় দায়িত্ব থাকা মো.মান্নান কবির ভুঁইয়া বলেন, মনোমুগ্ধকর পরিবেশে আমাদের এই রেস্তোরা কুমিল্লা প্রেস ক্লাবের ভবনে অবস্থিত। আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের এই রেস্তোরায় আপনি পাচ্ছেন চালের রুটি, আঁটার রুটি,পরটা,সবজি,ডাল, গরুর মাংস, হাঁসের মাংস,বিফ তেহারি, মোরগ পোলাও,স্পেশাল খিচুড়ি,আরো পাচ্ছেন স্পেশাল কাচ্চি বিরিয়ানী,বোরহানী,পায়েস,
পুডিং (স্পাইস)।এতে আপনারা সকলেই আমন্ত্রিত।

উক্ত রেস্তোরায় স্বত্বাধিকারী হিসেবে রয়েছেন নুসরাত জাহান, পরিচালনায় করছেন পথিকৃত কুমিল্লার সম্পাদক ও প্রকাশক মো.মান্নান কবির ভুঁইয়া ও প্রধান সম্পাদক মো. সুমন কবির ভুঁইয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০