নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ এর অংশ হিসেবে রােবটিক্স ও প্রােগ্রামিং এ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) জেলার শিল্পকলা একাডেমীতে এই সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এটুআই, আইসিটি বিভাগের যুগ্মসচিব ও যুগ্ম প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে কুমিল্লাকে এগিয়ে নিতে স্কুল শিক্ষার্থীদের মাঝে রােবটিক্স ও প্রােগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য কেন্দ্রে আসা সেবা প্রত্যাশীদের তথ্য সরবরাহ করতে ইতোমধ্যে রোবট তৈরি শুরু করা হয়েছে। রোবটটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ টাকা।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, অর্থ বিভাগের উপ সচিব রশনারা লাবনী, আইসিটি বিভাগের উপ সচিব জাকির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি নাজমা আশরাফি।