নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা নগরীতে বাড়িতে ঢুকে এক নারীকে ছুরিকাঘাত করার অভিযোগে যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা এলাকায় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার যুবকের নাম মো. বন্ধন।
ওই নারীর বাড়ির সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় হামলার ঘটনা রেকর্ড হয়। ফুটেজে দেখা যায়, এক যুবক ছুরি নিয়ে তিনবার ওই নারীর ওপর হামলা করেন। সে সময় আরেক ব্যক্তি তাকে ঠেকানো চেষ্টা করেন।
যিনি হামলা ঠেকাতে চেষ্টা করছিলেন, তিনি ওই নারীর স্বামী তিনি বলেন, হুট করে একটি ছেলে আমার বাড়িতে প্রবেশ করে জোরে চিৎকার করে। এ সময় আমি এগিয়ে গেলে আমাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। আমি কোনো রকমে নিজেকে রক্ষা করি।
এ ঘটনায় আমার স্ত্রী বাধা দিতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়।
তিনি জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রে এই হামলা হয়েছে।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। যে ছেলেটা ছুরি নিয়ে আক্রমণ করেছে, তার বাড়ি নগরীর বিষ্ণপুর এলাকায়। ছেলেটির নাম বন্ধন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আনওয়ারুল বলেন,ওই নারীর স্বামী রাতে থানায় অভিযোগ করেছেন। রাতেই বন্ধনকে আটক করা হয়। সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে।