আবদুল্লাহ আল মামুন:
আরটিভির সেরা প্রতিবেদনের পুরস্কার পাওয়ায় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ মালদারকে দাগনভূঞা রির্পোর্টাস ইউনিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দাগনভূঞা আতার্তুক স্কুল মার্কেটের (৪র্থ তলা) রির্পোর্টাস ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, পৌর আওয়ামীলীগের সভাপতি খায়েজ আহমেদ, কাউন্সিলর মোঃ ফারুক, শিক্ষানুরাগী কবি সাহিত্যিক কবি রেজাউল হক হেলাল, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক নাজমুল হুদা ইস্কান্দার, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদাক নাসিমুল নাদিম, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদেও সদস্য হাজী আবদুর রাজ্জাক, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নূরুল আলম খাঁন, আওয়ামীলীগ নেতা মনসুর আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রির্পোর্টাস ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হােসেন মালদার, ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, কোষাধ্যক্ষ দেওয়ান মোঃ ইকবাল, ধর্ম বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, সদস্য সুমন পাটোয়ারী, আসফাল রাফি, জুলফিকার ও জিয়া উল হক পিন্টু প্রমুখ। এসময় নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আরটিভি প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা এবং আরটিভি কর্তৃপক্ষ ও কলাকুশলীকে ধন্যবাদ জানান। আজাদ মালদার ফেনী প্রেসক্লাবের ও দাগনভূঞা প্রেক্লাবের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া আরটিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ফেনী প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সহিত কাজ করে আসছেন। সাংবাদিক আজাদ মালদার পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিশেষ প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় আরটিভি কর্তৃপক্ষ পুরস্কৃত করেন। তারই ধারাবাহিকতায় ফেনী জেলা প্রতিনিধি হিসেবে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দাগনভূঞা রির্পোর্টাস ইউনিটি।