আবদুল্লাহ আল মামুন:
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই প্রতিপাদ্যে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রবীণ কল্যাণ সমিতি’র উদ্যোগে শনিবার (১ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির মহাসচিব আবদুল হালিমের সভাপতিত্বে ও প্রবীণ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য নজির আহম্মদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির সহ-সভাপতি মাষ্টার খুরশীদ আলম, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাবেক পরিচালক তাইফ উদ্দিন ভূঁঞা সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক হোসনে আরা চৌধুরী।
ব্যাংকার মিজানুর রহমান হিরো বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হাজী আবদুর রাজ্জাক গ্রাম ডাক্তার মোঃ ছিদ্দিক ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।