মোঃ রফিকুল ইসলাম।
পুলিশ সুপার, ফেনী জনাব খোন্দকার নুরুন্নবী, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকারের তত্বাবধানে এসআই মো: মাহবুব আলম সরকার এসআই মো: ফরহাদুল হক, এএসআই মো: ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ফেনী সদর থানাধীন পাচগাছিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া।
সোনাগাজী মডেল থানার মামলা নং-১৮, তাং-২৮/০৭/২০২১, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর জড়িত আসামী (১) মামুনুর রহমান মামুন (৩২), পিতা-আহসান উল্যাহ, সাং-মধ্যম চরচান্দিয়া (আহসান উল্যাহর নতুন বাড়ি), ৫নং ওয়ার্ড, ৬নং চরচান্দিয়া ইউনিয়ন, থানা-সোনাগাজী, জেলা-ফেনী (২) আক্তার হোসেন (২৩), পিতা-মৃত ফজর আলী।
সাং-বারপাড়া কৃষ্ণপুর (আলী মেম্বারের বাড়ি), ৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, এ/পি মহিপাল (ভাসমান) থানা-ফেনী সদর, জেলা-ফেনী, (৩) মোঃ শিফাত (১৯), পিতা-মোঃ মোস্তফা, সাং-মধ্যম ছাড়াইতকান্দি (বড় সর্দার বাড়ি), ১নং ওয়ার্ড, ৭নং সোনাগাজী ইউনিয়ন, থানা-সোনাগাজী, জেলা-ফেনী এবং কিশোর অপরাধী (৪) ইয়াছিন আরাফাত অয়ন (১৫), পিতা-কামাল উদ্দিন।
সাং-চর এলাহী (পানা উল্যাহ ভূঞা বাড়ি), ৪নং মতিগঞ্জ ইউপি, এ/পি মধ্যম ছাড়াইতকান্দি (বড় সর্দার বাড়ি), ১নং ওয়ার্ড, ৭নং সোনাগাজী ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনীদেরকে গ্রেফতার পূর্বক অদ্য ২৮/০৭/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।