আজ ২৬শে নভেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭:৪৩

চান্দিনায় দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে চারদিন ব্যাপী কর্মশালা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত

কুমিল্লার চান্দিনায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে চারদিন ব্যাপী ওই কর্মশালার সমাপ্তি করা হয়। এতে চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান সচিব মেম্বার দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি, ভলান্টিয়ার এবং স্কাউট সদস্যগণ সহ ১৪০জন অংশ নেন।

এর আগে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস চান্দিনা কুমিল্লা বাস্তবায়নের এবং উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহযোগিতায় ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুফিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস, জেলা এান ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আবেদ আলী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসেলিটর ইউ,ডি,এফ,ইউ,জি ডিপি মো খালি মোস্তাফিজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০