নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন,
বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক বাংলাদেশ কখনো অশুভ শক্তির কাছে মাথা নত করবে না। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অসাম্প্রদায়িক শক্তি নৌকাকে জয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার(১২ জুন) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২২ উপলক্ষেকান্দিরপাড় শ্রী শ্রী কাত্যায়নী কালিবাড়ী মন্দিরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ এবং কুমিল্লা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সুজিত রায় নন্দী বলেন, নগরীর উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। মনে রাখতে হবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত নির্বাচিত হলে নগরের উন্নয়ন অগ্রগতি হবে। এ নির্বাচনে অন্য কেউ নির্বাচিত হলে কুমিল্লার কোন উন্নয়ন হবে না। নৌকাকে সামনে নিয়েই আমাদের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, নেত্রী চুলচেরা বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন। তাই সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
এছাড়াও কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চঞ্চল চক্রবতী, সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় রায়,পিয়াস শাহা, চন্দন নাগ, রবিন্দ্র সরকার।
সাংগঠনিক সম্পাদক এবং যুব ঐক্যপরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ কানাই, দপ্তর সম্পাদক পিঙ্কু চন্দ্র, সদস্য বিপ্লব মোদকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।