মাহাদী হাসান সুমন।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের রুদ্রচুমা গ্রামের আলহাজ্ব আব্দুল খালেক (৭০) নামে মসজিদে এতেকাফরত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে রুদ্রচুমা জামে মসজিদে জোহরের নামাজরত অবস্থায় তার আকষ্মিক মৃত্যু হয়।
আব্দুল খালেক ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল্লাহ আল-মামুনের পিতা। তিনি গত শুক্রবার বিকেলে ১০ দিনের জন্য রুদ্রচুমা জামে মসজিদে এতেকাফে যান। আলহাজ্ব আব্দুল খালেকের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।