আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় স্বনামধন্য স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উই ফর ব্লাড এর উদ্যোগে রমজান উপলক্ষে গরীব, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে উপহার হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১ এপ্রিল) বিকেলে দাগনভূঞা পৌর শহরের চৌমুহনী রোডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল হুদা সেলিম।
বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস মিজান, কাউন্সিলর মোঃ ফারুক, কাউন্সিলর শাহানাজ আক্তার,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু প্রমুখ। এসময় ‘উই ফর ব্লাড’ এর স্থানীয় নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রায় ১৫০ জন দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।