আজ ২৯শে নভেম্বর, ২০২৪, সকাল ৮:৫১

চান্দিনার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার(২৮ মার্চ) বেলা ১২ টায় বিদ্যালয়ের মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আব্দুল মমিন সরকার।


প্রধান অতিথির বক্তব্যে ডা.প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়লে আগামীতে জেএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করা সম্ভব না। তাই এসবের কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে।

ভবিষ্যত দেশ গড়ার লক্ষ্যে প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত একজন ছাত্র কি করে, কোথায় যায় সে দিকটি খেয়াল রাখতে অভিভাবকের প্রতি আহ্বান জানান বক্তারা।


সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান,কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূঁইয়া,কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামরুল কবীর,চান্দিনা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ সহ স্থানীয় নেতৃবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকগণ ও অভিভাবক বৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০