রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি ।
ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা, আন্তর্জাতিক ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষে মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, ক্ষেত্রভেদে আমরা সবাই ভোক্তা। সুতরাং শুধু একটি সরকারি দপ্তরের পক্ষে ব্যাপক দায়িত্ব এককভাবে পালন করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করেন। কারসাজি সহ্য করা হবে না বলে তিনি রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান। সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংসহ জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সেলিম মিয়া, উপসহকারী প্রকৌশলী খোরশেদ আলম সরকার, ইউ.ডি.এফ জাহিদুল ইসলাম, মুরাদনগর থানার এস আই হামিদুল ইসলাম বিপিএম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সার্টিফিকেট সহকারী কর্মকর্তা আব্দুল জলিল।
উল্লেখ্য, ১৯৬২ সালের ১৫ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন। ভোক্তার চারটি অধিকার সম্বন্ধে তিনি আলোকপাত করেন। এগুলো হল- নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। ১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরও বিস্তৃত করে অতিরিক্ত আরও আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডির সেই ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে দিনটিকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশে ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কাজ প্রতিরোধের উদ্দেশ্যে ২০০৯ সালে সরকার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে। এ আইন বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করা হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠার পর থেকে ভোক্তা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ অধিদফতর।