নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর (কেন্ডা) উত্তর পাড়ার আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক (৩৮) এবং বাবুচি গ্রামের জয়নাল মিয়ার ছেলে আবুল কাশেম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ঘোলাপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর (কেন্ডা) উত্তর পাড়ায় অভিযান চালিয়ে মালেক মিয়ার দোচালা টিনের ঘর থেকে একটি চটের বস্তায় মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবাওে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।