আবদুল্লাহ আল মামুন:
প্রবাসীদের মানবিক সংগঠন “দাগনভূঞা প্রবাসী ফোরাম” এর উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ওমান প্রবাসী উপজেলার মোমারিজপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের পরিবারকে ১ লাখ ১১ হাজার টাকার মানবিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাগনভূঞা প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা দিদারুল কবীর রতন। আরও উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন।
সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, সাবেক পৌর কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হাজী আবদুর রাজ্জাক, বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক নাজমুল হুদা ইস্কান্দার, দাগনভূঞা প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী মোঃ লোকমান হোসেন ও ওমান প্রবাসী মোঃ আলফাজ সহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত কয়েক মাস আগে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মাতুভূঞা চৌধুরী বাড়ির ওমান প্রবাসী মোঃ রফিকুল ইসলাম ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার ছোট ছোট দুটি কন্যা সন্তান রয়েছে। এনিয়ে দাগনভূঞা প্রবাসী ফোরামের ১০৫ নং মানবিক অনুদান প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন বলেন, দাগনভূঞা প্রবাসী ফোরামের
এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। ভবিষ্যতে ফোরামের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি দাগনভূঞা প্রবাসী ফোরামের সংশ্লিষ্ট সকল প্রবাসীদেরকে ধন্যবাদ জানান।