আজ ৩১শে অক্টোবর, ২০২৪, দুপুর ২:২৩

মনোহরগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উদযাপন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লার মনোহরগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটির প্রথম প্রহরে এ উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ উপজেলা প্রসাশন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মনোহরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল ১০টায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত।


বিজয় দিবসের আলোচনা সভা ও দুপুর ১২টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক দয়াল।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ও উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহাবুল কবির, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন।


উপজেলা প্রকৌশলী আল-আমিন সর্দার, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক, উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মন্জুর ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নুরুজ্জামান।

মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূঁইয়া, কামাল হোসেন, আলমগীর হোসেন (বিএসসি), মো. মহিন উদ্দিন, আব্দুল মান্নান, রুহুল আমীন, ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক রুহুল আমীন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে যোগ দেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১