আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪, বিকাল ৫:১৬

কুমিল্লায় নিষিদ্ধ ঔষধসহ ৩ চোরাকারবারি আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অননুমোদিতভাবে বিভিন্ন দেশ থেকে ঔষধ সামগ্রী আনয়ন ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ মজুদসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর আলেখারচর মেডিকেল কমপ্লেক্স এলাকায় এই অভিযান পরিচালনা করে।

আটককৃত চোরাকারবারিরা হলেন, কুমিল্লার মাঝিগাছার প্রান্তষ দত্তের ছেলে শ্রীকান্ত দত্ত (৩৩), চান্দিনার কামার খোলা গ্রামের ননী গোপাল দাসের ছেলে শিশির চন্দ্র দাস (৩৫) এবং মুরাদনগরের লক্ষিপুর গ্রামের মানিক দত্তের ছেলে নন্দন দত্ত (৩৫)।


প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎবাংলাদেশী ভেজাল, সরকারি সশ্বস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের (বিক্রয় নিষিদ্ধ) ঔষধ এবং অননুমোদিত ও অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিভিন্ন দেশ থেকে ঔষধ সামগ্রী বাংলাদেশে আনয়ন করে।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে কুমিল্লার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১