আজ ৪ঠা মে, ২০২৪, রাত ৮:০৪

কুমিল্লার লাকসামে গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীর জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার লাকসামে ভ্রাম্যমাণ আদালতে গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দৌলতগঞ্জ বাজারের কাসাই বিল্লালের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এ সময় এক মণ পচা মাংস জব্দ করে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৌলতগঞ্জ বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০টা থেকে বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাসাই বিল্লালের দোকানে পচা মাংসের সন্ধান মেলে। পরে উপজেলা ভেটেরিনারি সার্জন পরীক্ষা করে দেখেন মাংসে পচন ধরেছে। এ ছাড়ও তাদের ফ্রিজ তল্লাশি করে।

মোট ৪০ কেজি মাংস জব্দ করা হয়। মাংসের কালার সুন্দর দেখাতে এক ধরনের বিশেষ ক্যামিকেল ব্যবহার করেন তারা পরে ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিকে না পেয়ে কর্মচারী আবদুল জলিলকে (৬৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাংসের দোকানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সাইন বোর্ড ও চকি নিয়ে যাওয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১