নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন সাংবাদিকদের কলম হতে হবে দেশ ও জনমানুষের কল্যাণে। নীতি আদর্শ বিবর্জিত ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে ছোট করার জন্যে সাংবাদিকতা হতে পারেনা। তিনি আজ ২০ নভেম্বর বিকেলে কুমিল্লায় সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সংসদ সদস্য হাজী বাহার আরো বলেন,আমি কুমিল্লার মানুষের মনে কথাগুলো বুঝি তাই কুমিল্লা নামেই বিভাগ চাই আমাকে ঠেকাতে গিয়ে কেউ কেউ কুমিল্লাকেই ঠেকিয়ে দিচ্ছে তিনি কুমিল্লার সাংবাদিকগণ কে কুমিল্লার জনমানুষের দাবীর কথাগুলো গণমাধ্যমে তুলে ধরে কুমিল্লাকে এগিয়ে নিতে সহায়তা করার আহবান জানান।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির আয়োজনে ও কুমিল্লা প্রেসক্লাবের সহযোগিতায় কুমিল্লায় ৬ দিন ব্যাপী ১৪০ জন সাংবাদিকদের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান কুমিল্লা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সভাপতিত্ব করেন।
পিআইবি র মহাপরিচালক একুশে পদক প্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নীতিশ সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিআইবির পরিচালক প্রশাসন মোহাম্মদ আফরাজুর রহমান, ড, আলী হোসেন চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল,প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস,শিশু ও নারী বিষয়ক রির্পোটিং বিষয়ে কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ইয়ামীন রিমা,মোবাইল সাংবাদিকতা বিষয়ে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, বেসিক জার্নালিজম বিষয়ে দৈনিক শিরোনাম প্রতিনিধি সাফায়েত সিফাত।
অনুষ্ঠানে কুমিল্লার সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে পশিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও পি আইবির মহাপরিচালক একুশে পদক প্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবি র।
প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সাহআলম সৈকত। অনুষ্ঠানে অতিথিদের হাতে উপহার তুলেদেন দৈনিক ইনকিলাবের ষ্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির দৈনিক আজকের কুমিল্লা র সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
উল্লেখ্য গত ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত মোবাইল সাংবাদিকতা,অনুসন্ধানী সাংবাদিকতা,শিশু ও নারী বিষয়ক রির্পোটিং,বেসিক জার্নালিজম বিষয়ে কুমিল্লার ১৪০ জন সাংবাদিক সাংবাদিক ও কুমিল্লা চাঁদপুর,ব্রাহ্মণবাড়িয়া,ও ফেনী জেলার ৩০জন পত্রিকার সম্পাদক মতবিনিময় সভায় অংশনেন।