দেলোয়ার হোসেন জাকির।
কুমিল্লা প্রধানমন্ত্রীর দেওয়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় পর্যায়ের অনুদানের চেন কুমিল্লার কর্মরত সাংবাদিকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়। করোনাকালিন সময়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।
কুমিল্লা জেলার ৩৭ জন সাংবাদিক এ অনুদান পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নিতীশ সাহা চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন।
করোনাকালিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এর আগের আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এ জন্য তিনি মাননীয় প্রধানিমন্ত্রীকে ধন্যবাদ জানান।