এইচএম দিদার।
কুমিল্লা জেলা পুলিশের অভিন্ন মানদন্ডে গত জুলাই(২০২১খ্রি.) মাসের সার্বিক কার্যক্রমে মামলা নিষ্পত্তি গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারসহ এর পাশাপাশি পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলে ইতিবাচক ভূমিকা রাখায় এ সম্মানে ভূষিত হোন তিনি।
এই বিরল সম্মাননা অর্জন করায় চলতি আগষ্ট মাসের ১০ তারিখে এসআই নাজমুল হুসেনকে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার) স্বাক্ষরিত একটি প্রশংসা পত্র প্রদান করেন।
এক প্রতিক্রিয়ায় এসআই (উপ-পরিদর্শক)নাজমুল হুসেন বলেন চাকরি জীবনে যে কোনো পুরস্কার বা সম্মাননা অর্জন করা অবশ্যই সম্মানের তেমনি আনন্দেরও। এই সম্মাননা আমার কাজের ধারা বা জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষা করতে আমার দায়িত্বকে আরও বেগবান করবে।
আমি এই সম্মাননা প্রাপ্তিতে মান্যবর জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ স্যার দাউদকান্দি সার্কেল এএসপি মো.জুয়েল রানা স্যার ও মডেল থানার অফিসার-ইন-চার্জ ওসি মো.নজরুল ইসলাম স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
পুলিশের এই উপ-পরিদর্শক বর্তমানে দাউদকান্দি মডেল থানায় কর্মরত আছেন।