রফিকুল ইসলাম।
ফরিদপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিদের্শে ও অতিরিক্ত পুলিশ সুপার, ভাংগা(সার্কেল) মহোদয়ের এবং ভাংগা থানার অফিসার ইনচার্জ মহোদয়ে সার্বিক তত্বাবধায়নে ভাংগা থানার এসআই(নিঃ)/আবুল কালাম আজাদ, এসআই(নিঃ)/তাহসিনুর রহমান, সঙ্গীয় এসআই(নিঃ)/জয়ন্ত চৌধুরী,এএসআই(নিঃ)/রাকেশ মন্ডল, এএসআই(নিঃ)/শেখ রেজওয়ান মামুন সংগীয় ফোর্সসহ ভাঙ্গা থানাধীন চান্দ্রা ইউনিয়নের অন্তগর্ত চর ব্রাহ্মণপাড়া সাকিনস্থ রিফাত মুন্সী(20), পিতা- মোঃ হারুন মুন্সী এর চৌচালা টিনের বসতঘরের বারান্দার পশ্চিম পার্শ্বের কক্ষে অর্থাৎ কথিত নগদ/বিকাশ অফিসের ইং ০৬/০৮/২০২১ তারিখ গভীর রাতে অভিযান পরিচালনা করে আসামী 01। রিফাত মুন্সী(20), পিতা- মোঃ হারুন মুন্সী, 02। মোঃ ফরহাদ মোল্লা(25), পিতা মৃত- রাজ্জাক মোল্লা, উভয় সাং-চর ব্রাহ্মণপাড়া( দক্ষিন চরচান্দ্রা) , উভয় থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, 03। বাবু মুন্সী (25), পিতা- জলফু মুন্সী, স্থায়ী : সাং-আদেল উদ্দিন মোল্লাকান্দী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর, বর্তমান : সাং-চরচান্দ্রা(দক্ষিণ), থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, 04। মোঃ শামীম খান(25), পিতা-মোঃ হাবিবুর রহমান খান, সাং- জাঙ্গালপাশা, থানা-ভাংগা, জেলা-ফরিপুরদের কথিত বিকাশ অফিস হতে হাতেনাতে গ্রেফতার করেন এবং নগদ/বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ২৯টি মোবাইল, বিভিন্ন মোবাইল কোম্পানীর ২৮টি সিম, নগদ-২,৮০৫০০/-(দুই লক্ষ আশি হাজার পাঁচ শত) টাকা (যাহা বিভিন্ন সময়ে নগদ/বিকাশ গ্রাহকদের নিকট হতে আত্মসাৎকৃত টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করার জন্য) উদ্ধার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের তথ্য মতে চান্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী 5। মোঃ সাগর খলিফা(3৩), পিতা- মৃত আয়নাল খলিফা, সাং- সিঙ্গারডাক, উভয় থানা-ভাঙ্গা, জেলা- ফরিদপুর গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা মেধাবী ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির টাকা বিভিন্ন উপায় প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করে থাকে।