আজ ২৪শে নভেম্বর, ২০২৪, সকাল ৯:২২

নগদ এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎকারী প্রতারকচক্র আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম।

ফরিদপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিদের্শে ও অতিরিক্ত পুলিশ সুপার, ভাংগা(সার্কেল) মহোদয়ের এবং ভাংগা থানার অফিসার ইনচার্জ মহোদয়ে সার্বিক তত্বাবধায়নে ভাংগা থানার এসআই(নিঃ)/আবুল কালাম আজাদ, এসআই(নিঃ)/তাহসিনুর রহমান, সঙ্গীয় এসআই(নিঃ)/জয়ন্ত চৌধুরী,এএসআই(নিঃ)/রাকেশ মন্ডল, এএসআই(নিঃ)/শেখ রেজওয়ান মামুন সংগীয় ফোর্সসহ ভাঙ্গা থানাধীন চান্দ্রা ইউনিয়নের অন্তগর্ত চর ব্রাহ্মণপাড়া সাকিনস্থ রিফাত মুন্সী(20), পিতা- মোঃ হারুন মুন্সী এর চৌচালা টিনের বসতঘরের বারান্দার পশ্চিম পার্শ্বের কক্ষে অর্থাৎ কথিত নগদ/বিকাশ অফিসের ইং ০৬/০৮/২০২১ তারিখ গভীর রাতে অভিযান পরিচালনা করে আসামী 01। রিফাত মুন্সী(20), পিতা- মোঃ হারুন মুন্সী, 02। মোঃ ফরহাদ মোল্লা(25), পিতা মৃত- রাজ্জাক মোল্লা, উভয় সাং-চর ব্রাহ্মণপাড়া( দক্ষিন চরচান্দ্রা) , উভয় থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, 03। বাবু মুন্সী (25), পিতা- জলফু মুন্সী, স্থায়ী : সাং-আদেল উদ্দিন মোল্লাকান্দী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর, বর্তমান : সাং-চরচান্দ্রা(দক্ষিণ), থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, 04। মোঃ শামীম খান(25), পিতা-মোঃ হাবিবুর রহমান খান, সাং- জাঙ্গালপাশা, থানা-ভাংগা, জেলা-ফরিপুরদের কথিত বিকাশ অফিস হতে হাতেনাতে গ্রেফতার করেন এবং নগদ/বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ২৯টি মোবাইল, বিভিন্ন মোবাইল কোম্পানীর ২৮টি সিম, নগদ-২,৮০৫০০/-(দুই লক্ষ আশি হাজার পাঁচ শত) টাকা (যাহা বিভিন্ন সময়ে নগদ/বিকাশ গ্রাহকদের নিকট হতে আত্মসাৎকৃত টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করার জন্য) উদ্ধার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের তথ্য মতে চান্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী 5। মোঃ সাগর খলিফা(3৩), পিতা- মৃত আয়নাল খলিফা, সাং- সিঙ্গারডাক, উভয় থানা-ভাঙ্গা, জেলা- ফরিদপুর গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা মেধাবী ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির টাকা বিভিন্ন উপায় প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করে থাকে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০