আজ ১০ই মে, ২০২৫, রাত ৩:৪২
ট্রেন দুর্ঘটনা কুমিল্লা

কুমিল্লায় ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে নাঙ্গলকোট স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় ছেলেটির মরদেহ পড়ে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, সে ট্রেন থেকে পড়ে মারা গেছে। ছাদ বা বগির দরজার সামনে থেকে পড়েছে কি-না নিশ্চিত হওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স ১২ থেকে ১৪ হবে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই ছেলের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১