আজ ১১ই মার্চ, ২০২৫, রাত ৩:১৩

কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধ
কুমিল্লা প্রতিনিধি
“মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো ” জীবন কে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সুজানগর ও নবগ্রাম বাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর সুজানগর মিলন সমিতি এলাকায় স্থানীয় এলাকাবাসীরা এ মানববন্ধন করেন।
সুজানগর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি সাইফুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন নবগ্রাম এর সর্দার মহিউদ্দিন,সুজানগর মসজিদ কমিটির সেক্রেটারি শওকত শাহপুরী, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসার হাবিব উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, মহানগর সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব,সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল , মহানগর যুবদল নেতা মাসুদ আল হক জছি, আরিফুল ইসলাম শাওন, সাইফ বান্না, যুবদল নেতা কামরুল হাসান, আলি হাসান মুজাহিদ, ইকবাল, রিফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ়প্রতিজ্ঞা করে। মাদকের কারণে আজকে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িয়ে পরছে। যুবকদের মাঝে যারা এই মাদক তুলে দিচ্ছে তাদেরকে আগে প্রতিহত করতে হবে।


মানববন্ধনে বক্তারা বলেন, নবগ্রাম এলাকার মাদক ব্যবসায়ীরা বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে তারা দলীয় প্রভাব বিস্তারের কারনে সমাজের কোন কথা তারা কর্ণপাত করেনি। দিন দিন তাদের মাদক ব্যবসার প্রভাব বিস্তার করেই চলেছে। গেল ৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সুজানগর যুব সমাজ কতৃক মাদক ব্যবসায়ীদের পূনরায় এলাকায় এ মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহব্বান জানাতে যায় স্থানীয় ছাত্র ও যুবকরা। এসময় মাদককারবারী স্থানীয় কিছু রাজনীতিবিদ ও প্রশাসনকে ম্যানেজ করেই এ ব্যবসা করে বলে হুমকি দেয়। কেই বাঁধা দিতে আসলে হাত পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ মিয়া ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অর্তকিত হামলায় চালিয়ে ছাত্র ও যুবকদের আহত করে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ কামরুল হাসান বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলায় নবগ্রাম এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে মাদকের গড ফাদার মোঃ সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী মোসাঃ সুমি আক্তার (৩৫), সহযোগি পাথুরিয়া পাড়া এলাকার মোঃ আক্তার মিয়া (৪৫), বউবাজার এলাকার মোঃ সাইফুল (৩০), নবগ্রামের মো: রুবেল (৩৫)সহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করা হয়। বক্তরা বলেন, থানায় অভিযোগ দিলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করছেনা। অবিলম্ভে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
মাদক ব্যবসা না ছাড়লে এলাকা অবশ্যই ছাড়তে হবে। এলাকাকে কুলষিত হতে দেয়া যাবে না মর্মে মানববন্ধনে সবাই একমত হয়ে কাজ করার আহবান জানায় বক্তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১