আজ ২১শে নভেম্বর, ২০২৪, বিকাল ৩:৫৫

কুমিল্লায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালি

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নগরীর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুনদক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন।

কুমিল্লা মহানহর বিএনপির সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপুর পরিচালনায় সভায় আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম দুলাল বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার।

এসময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা জামান, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশিরসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ১৯৭৫ সালের এদিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল

তারা আরো বলেন স্বাধীনতার ঘোষক হিসেবে সমাদৃত জিয়াউর রহমান বীর উত্তমকে বরং ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে আওয়ামী শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদ্‌যাপন করতে পারেনিব ক্তারা বলেন ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০