আজ ২৩শে নভেম্বর, ২০২৪, সকাল ৮:৫৮

দাগনভূঞায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

Share on facebook
Share on twitter
Share on linkedin

দাগনভূঞায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বো

আবদুল্লাহ আল মামুন:

“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যে দাগনভূঞায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা

স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুলফিকার হায়দার আরও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, কৃষক নেয়াজের রহমান প্রমুখ। এসময় সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও অত্র দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইঁদুর আমাদের খাদ্য শস্য ধ্বংস করছে। তাই আমরা ইঁদুর নিধন করতে না পারলে খাদ্য শস্য রক্ষা করা সম্ভব নয় এখন অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে আমরা সেগুলো ব্যবহার করে ইঁদুর নিধন করব।

শেষে অতিথিবৃন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে একটি জীবন্ত ইঁদুর নিধন করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০