৫ই নভেম্বর পি এল রয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ
কুমিল্লা প্রতিনিধি
৫ই নভেম্বর পি এল রয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
এই চ্যাম্পিয়নশিপ অর্গানাইজে করেছে ট্রাডিশনাল শোতো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সাতশোরও বেশি প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে।
এবং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও কিছু প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করেছে এই খেলায় বাংলাদেশ থেকে আগত সিনিয়র গ্রুপে তানজিনা মিতু ও মোসা রোকেয়া খাতুন কাতা ও কুমিতে দুটি ইভেন্টে স্বর্ণপদক লাভ করেছে।
এই চ্যাম্পিয়নশিপে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট প্লেয়ার এমএস ধোনির মেন্টার শ্রী সত্য প্রকাশ কৃষ্ণা এবং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক শিহান এইচ এম এন সি রানা।
এই খেলার অর্গানাইজার সেন্সি মৌসুমী পাল বলেন এই চ্যাম্পিয়নশিপে ছেলে মেয়েরা খেলতে পেরে ভীষণভাবে খুশি এবং তারা তাদের যোগ্যতায় মেডেল ছিনিয়ে নিয়েছে এজন্য আমি অত্যন্ত আনন্দিত এবং সিহান রানা আর সত্য প্রকাশ কৃষ্ণাজি কে আমার আন্তরিক অভিনন্দন যে এই খেলায় উপস্থিত থাকার জন্য।
আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরাও বাংলাদেশে ছেলে মেয়েদের নিয়ে গিয়ে খেলাবো এবং বাংলাদেশ থেকেও বহু
সংখ্যক ছেলে মেয়ে আমাদের ভারতবর্ষে এসে এই ধরনের চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।