রফিকুল ইসলাম।
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল পুলিশ ফাড়ির অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি সিএনজি সহ মোঃ রফিকুল ইসলাম জনি (২৪) নামের এক সিএনজি চালককে আটক করেছে ছত্রখীল পুলিশ ফাঁড়ি। ঘটনাটি ঘটে গত ১৬ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ৮ টায় কোতয়ালী থানাধীন মধ্যম মাঝিগাছা সাকিনের পাথরের বাড়ী পুল সংলগ্ন রাস্তায়। আটককৃত মোঃ রফিকুল ইসলাম জনি (২৪) কোতয়ালী থানাধীন ৬নং জগন্নাথপুর ইউপির বারপাড়া প্রকাশ কৃষ্ণপুর গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে কোতয়ালী থানাধীন মধ্যম মাঝিগাছা সাকিনের পাথরের বাড়ী পুল সংলগ্ন রাস্তায় চেকপোষ্ট স্থাপন করার পর ভারতসীমান্ত থেকে কুমিল্লা শহরগামী একটি পুরাতন সবুজ সিএনজি (কুমিল্লা খ-১১-৭৬৭৮) তল্লাশী চালিয়ে ছত্রখীল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস.আই মোঃ মোজাম্মেল হক এর সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটি তল্লাশী চালিয়ে।
সিএনজির পেছনে যাত্রীর সিটের আড়ালে ১০টি খাকী রঙ্গের কস্টেপে মোড়ানো পোটলায় ২কেজী করে মোট ২০ কেজি গাঁজা সহ মোঃ রফিকুল ইসলাম জনি (২৪) কে আটক করতে সক্ষম হয় । এ ব্যাপারে মোঃ রফিকুল ইসলাম জনি (২৪) কে আসামী করে কোতয়ালী মডেল থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, এস.আই মোঃ মোজাম্মেল হক গত ০৪ ডিসেম্বর ছত্রখীল ফাঁড়িতে যোগদানের পর থেকে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রেখেছেন এবং অদ্যাবধি বহু সফল অভিযান পরিচালনা করেছেন এবং মাদক কারবারি সহ মাদক জব্দ করতে সফল হয়েছেন।
তিনি আরো বলেন কুমিল্লা নগরী ভারত সীমান্তবর্তী হওয়াতে এ অঞ্চলে মাদক নিয়ন্ত্রণ খুবই কষ্টসাধ্য এ ব্যাপারে তিনি কুমিল্লার সাংবাদিক সহ সকল আপামর সচেতন নাগরিকদের সহযোগীতা চেয়েছেন।