মাহদী হাসান।।
সারাবিশ্বজুড়ে ছড়িয়েপড়া করোনা ভাইরাস সংক্রমনরোধে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন মাহফিল সমাবেশ বন্ধ থাকায় ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যবিধী মেনে গত ০৫ যিলহজ¦ ১৪৪২ হিজরী মোতাবেক ১৬ জুলাই’২১ইং বাদনামাজে আছর কুমিল্লা হযরতপাড়াস্থ বখ্শী মঞ্জিলের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ ইদ্রিছ বখ্শী (রহ.)এর ৩য় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব, মিল্লাতে মুসলিমা দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে আখিরী মুনাজাত করেন মরহুমের জৈষ্ঠ্য পুত্র আহ্লে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি.টি.এফ) কুমিল্লা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখ্শীয়া’র মুন্তাজিম, কুমিল্লা জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’য়াত ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির দপ্তর সম্পাদক, বখ্শীয়া দরবার শরীফের সাবেক নায়েবে সাজ্জাদাহ্নশীন রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, মুর্শিদে বরহক আলহাজ্ব হযরত ছুফি শাহ্ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী ত্যাগী আল-কাদেরী চিশতী নকশ্বন্দী মাদ্দাজিল্লুহুল আলী। মিলাদ-কিয়াম, ফাতেহা শরীফ পরিচালনা করেন খাদেমে তরিকত শাহ মোহাম্মদ আবদুল আজিম ফোকন রফিকী বখ্শী, মোহাম্মদ জুমন বখ্শী। উপস্থিত ছিলেন হযরতপাড়া সমাজের সহ.সর্দার মোহাম্মদ দুদু মিয়া বখ্শী, মোল্লা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী ইঞ্জিঃ মোহাম্মদ ইউসুফ বখ্শী, শাহজাদা মোহাম্মদ রেজা শাহ বখ্শী, শাহজাদা মোহাম্মদ দাউদ শাহ বখ্শী, সাগর ষ্টুডিও’র সত্ত্বাধিকারী মোহাম্মদ ছাদেকুর রহমান লিটন বখ্শী, নুরানী গেয়ারভী শরীফ ছোটরা সাব-কমিটির সদস্য মোহাম্মদ তোহেল মিয়া ডালিম বখ্শী, গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ তানভীর আলম রিফাত বখ্শী, মোহাম্মদ শাহনেওয়াজ বখ্শী, মোহাম্মদ আশরাফ হোসাইন বখ্শী, মোহাম্মদ রাজিব মিয়া বখ্শী, মোহাম্মদ নিজাম মিয়া বখ্শী, মোহাম্মদ ফারুক মিয়া বখ্শী, মোহাম্মদ মনির হোসেন বখ্শী, মোহাম্মদ ফজলে রাব্বী আরমান বখ্শী, মোহাম্মদ সেলিম মিয়া শাহিদী বখ্শী, মোহাম্মদ আয়মান সোহাগ বখ্শী সহ সিলসিলার মুহিব্বিন, মুরীদিন, আত্বীয়স্বজন ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। বাদনামাজে জুম’আ হজরতপাড়া গাউছিয়া জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ শরীফে দোয়া করেন হজরতপাড়া গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মোহাম্মদ শামিম রেজা আল-কাদেরী। এসময় মুসুল্লীরা সহ এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন। সকালে পরিবারের সদস্যগণ মরহুমের কবর জিয়ারত করেন। বৃহষ্পতিবার বাদনামাজে এশা বখ্শীয়া দরবার শরীফে অনুষ্ঠিত মিলাদ-ফাতেহা শরীফে দোয়া করেন বখ্শীয়া দরবার শরীফের সাজ্জাদাহ্নশীন আলহাজ¦ মাওলানা হযরত ছুফি শাহ্ মোহাম্মদ কুতুব উদ্দিন শাহিদী বখ্শী মাদ্দাজিল্লুহুল আলী। এসময় দরবার শরীফের মোতয়াল্লী মোহাম্মদ মোবারক হোসেন শাহিদী বখ্শী, হাজী মোহাম্মদ আলী বখ্শী দরবার শরীফের গদ্দিনশীন শাহ আহম্মদ উদ্দিন মানিক গাফ্ফারী বখ্শী সহ সিলসিলার মুহিব্বিন মুরীদিন ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।