হালিম সৈকত।।
সিলেটে আকস্মিক বন্যায় যে সকল মাদ্রাসার কোরআন মাজীদ ও কিতাব বন্যার পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে তিতাস তাকওয়া ফাউন্ডেশনের চলমান কোরআন মাজীদ বিতরণ কর্মসূচির আওতায় সেই সকল প্রতিষ্ঠানে কোরআন মাজীদ ও কিতাব বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
৫ আগস্ট শুক্রবার সুনামগঞ্জ জেলার ৩৭ টি মাদ্রাসায় সর্বমোট ১ হাজার কুরআন মাজীদ ও কিতাব বিতরণ করেছে সংগঠনটি তাকওয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল সরকারের নেতৃত্বে বিতরণ কার্যক্রমে।
অংশগ্রহণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল হাসান ফারুক, সহ সভাপতি ও মুখপাত্র সালমান হাসান, রিপন হাসান নিপু, সাংগঠনিক সম্পাদক সজিব সরকার
ও অর্থ সম্পাদক মেহেদী হাসান দুলাল মুন্সি প্রমূখ।
এক প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি শাহজালাল সরকার বলেন, আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলমান থাকবে, ইনশাআল্লাহ। এই কর্মসূচি সফল করতে যারা অবদান রেখেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানা তায়ালা আমাদের এই দানকে কবুল।