নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার সদর দক্ষিণে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকায় মুক্তা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় বিএসটিআই লোগো ব্যবহার করা ৩০০ কেজি মোড়ক জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার বিজয়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ এসময় কুমিল্লা বিএসটিআই ফিল্ড অফিসার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউএনও শুভাশিস ঘোষ জানান অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। কারখানার ছাদ ও উঠানসহ অন্যান্য জায়গায় ওই সেমাই শুকানো হচ্ছে। পরে বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে স্থানীয় বাজারসহ আশপাশের বাজারে বিক্রি করা হচ্ছে। এসব কারণে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।