নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার সদর দক্ষিণে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে বুধবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আইন জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ।
ইউএনও শুভাশিস ঘোষ বলেন একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় জানমালের ঝুঁকির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকায় সদর দক্ষিণের সুয়াগঞ্জ এলাকায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে ওই এলাকার কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না।
যারা এ নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, নির্দেশ জারির পর থেকে উপজেলার সুয়াগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।