ডেস্ক নিউজ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবরা ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছেন দিল্লী ক্যাপিটালসকে।
বুধবার (১৩ অক্টোবর) শারজায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান জড়ো করে দিল্লী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন শিখর ধাওয়ান, ৩৯ বলের মোকাবেলায়। এছাড়া শ্রেয়াস আইয়ার ২৭ বলে অপরাজিত ৩০ ও পৃথ্বী শো ১২ বলে ১৮ রান করেন।
নাইটদের হয়ে সাকিব ৪ ওভার বিনা উইকেটে ২৮ রান দেন। ক্যাচ মিস না হলে উইকেট পেতে পারতেন সাকিব। আয়ার সর্বোচ্চ ২ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন নাইটদের দুই ওপেনার ভেঙ্কাটেশ আয়ার ও শুভমন গিল। পাওয়ার প্লেতে দুজনে তুলেন ৫১ রান। এরপর দলকে এগিয়ে নেওয়ার সঙ্গে ৩৮ বলে ফিফটি তুলে নেন আয়ার। ৯৬ রানের জুটির পর ৪১ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৫ রান করে ফেরেন আয়ার।
পরবর্তীতে গিল ৪৬ বলে ৪৬ রান করে ফিরলে শেষ দিকে দ্রুতই ফেরেন নিতিশ রানা-কার্তিকরা। শেষ ১২ বলে যখন ১০ রান প্রয়োজন তখন নেমে ৩ বলে ০ রানে আউট হন অধিনায়ক মরগ্যান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৭ রানে।