শুদ্ধাচার পুরস্কার পেলেন কুমিল্লা জেলার ছয় কর্মকর্তা কর্মচার
নিজস্ব প্রতিবেদক
কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাবিরুল ইসলাম খানসহ ছয় কর্মকর্তা কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন রবিবার ১৬ জুলাই দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এসময় পুরস্কার হিসেবে তাদের হাতে সার্টিফিকেট ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের নিমিত্তে এই পুরস্কার প্রদান করা হয়।
শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রাপ্তরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান জেলা প্রশাসকের কার্যালয় সংস্থাপন শাখার হেড এ্যাসিস্ট্যান্ট কাম একাউন্ট্যান্ট শামীমা আক্তার চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতীমা রাণী চক্রবর্তী জেলা প্রশাসকের বাসভবনস্থ কার্যালয়ের ফটোকপি অপারেটর মোঃ মফিজুল ইসলাম এবং মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী মনোরঞ্জন বাশঁফোড়।