আজ ৬ই মে, ২০২৪, ভোর ৫:১৮

লন্ডনে যাত্রা শুরু করলো কুমিল্লা স্পোর্টিং ক্লাব

Share on facebook
Share on twitter
Share on linkedin

লন্ডনে যাত্রা শুরু করলো কুমিল্লা স্পোর্টিং ক্লাব

নিজস্ব প্রতিবেদ

লন্ডনে যাত্রা শুরু করলো কুমিল্লা স্পোর্টিং ক্লাব যুক্তরাজ্যের কুমিল্লার প্রবাসী খেলোয়াড়দের একই ফ্রেমে আনার লক্ষ্য নিয়ে ক্লাবটি যাত্রা শুরু করে
মঙ্গলবার লন্ডনের ক্যানারী ওয়ার্ফের অভিজাত একটি হোটেলে এই ক্লাবটির যাত্রা উপলক্ষ্যে জার্সি উন্মোচন করেন কুমিল্লা ৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত কুমিল্লা বাসীকে কুমিল্লা স্পোর্টিং ক্লাবকে সহযোগীতা করার আহবান জানিয়েছেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি তিনি ব্রিটেনে এই ক্লাবটি তাদের কার্যক্রমের মাধ্যমে কুমিল্লাকে নতুন ভাবে ক্রীড়াঙ্গনে তুলে ধরতে পারবে এসময় তিনি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান সহ ক্লাবটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

সব ধরনের খেলাধুলার সুযোগ নিয়ে কুমিল্লা স্পোর্টিং ক্লাবে যুক্তরাজ্যস্থ কুমিল্লাবাসীরা সদস্য হতে পারবে জানান বলে ক্লাব কর্তৃপক্ষ প্রবাসে বেড়ে ওঠা তরুন প্রজন্মের মধ্যে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সাঁতারসহ বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থা করবে কুমিল্লা স্পোর্টিং ক্লাব এছাড়া কুমিল্লা জেলার মেধাবী খেলােয়াড়দেরকে ব্রিটেনে খেলাধুলার সুযোগ সৃষ্টিতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন।

প্রতিবারের ন্যায় এই বছরও লন্ডনে অনুষ্টিতব্য ডিস্ট্রিক্ট ক্লাব টুর্নামেন্ট সহ বিলেতের বিভিন্ন টুর্নামেন্টে ক্লাবটি অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ক্লাবের কর্মকর্তা বৃন্দ এছাড়া ক্লাবটির পক্ষ থেকে জানান ব্রিটেনে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা গুলোকে নিয়ে টুর্নামেন্টে চালু করার পরিকল্পনা রয়েছে সেই সাথে বছর জুড়ে প্রবাসীদের জন্য পুনর্মিলন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে

রিশেষে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ক্লাবের জার্সি এবং লোগো আগত অতিথিদের মধ্যে তুলে ধরেন এসময় ক্লাবের উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান কবির খালেদুল ইসলাম খালেদ, সাফি রাজীব হাসান শৈশব আহমেদ মিলন শাহাদাত সহ অন্যান্যরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১