নেপাল ধরঃ৷
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অদ্য ২০ এপ্রিল বুধবার সম্মেলন কক্ষে রেঞ্জাধীন সকল জেলা ও বিভিন্ন পুলিশ ইউনিটের পুলিশ সুপারদের সাথে মার্চ/২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম,ডিআইজি(অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ময়মনসিংহ মহোদয়। সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় খুন,নারী নির্যাতনসহ অন্যান্য মামলায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করাসহ তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ প্রদান করেন।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে বলেন।এছাড়াও আসন্ন ঈদে সবাই যেন নির্বিঘ্নে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করার জন্য জেলার পুলিশ সুপারগণকে নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম(বার) অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।
জনাব মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা পুলিশ সুপার,ময়মনসিংহ সৈয়দ হারুন অর রশীদ,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফারুক হোসেন পুলিশ সুপার(ক্রাইম ম্যানেজমেন্ট) রেঞ্জ অফিস ময়মনসিংহ জনাব মোঃআকবর আলী মুনসী,পুলিশ সুপার নেত্রকোনা জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী পুলিশ সুপার শেরপুর জনাব মোঃ আনিছুর রহমান,বিশেষ পুলিশ সুপার,সিআইডি, ময়মনসিংহ মহোদয় সহ রেঞ্জ ও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ।