নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে লাইসেন্স বিহীন অবৈধ ডিশ ব্যবসায়ীদের লাখ টাকা জরিমানা ও মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
জানা গেছে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে অবৈধভাবে ডিশ ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় বিটিভি কর্তৃপক্ষ। আদালতে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা। অভিযানকালে উপজেলার হাটিরপাড় ক্যাবল নেটওয়ার্কের মালিক মোঃ রুবেলকে ৫০ হাজার টাকা নাথেরপেটুয়া কেবল নেটওয়ার্কের গাজী ওমর ফারুকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও লক্ষনপুরের ভিশন ক্যাবল নেটওয়ার্কসহ ৩ প্রতিষ্ঠানের ৮টি ট্রান্সমিটার এবং অন্যান্য মেশিনপত্র জব্দ করা হয়। এতে ঐ এলাকায় ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অভিযানে আরও অংশগ্রহণ করেন বিটিভি’র নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম। তিনি বলেন ইতিপূর্বে এ উপজেলার ডিশ ব্যবসায়ীদের ফিড লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছিল।
কিন্তু তারা কর্ণপাত করেননি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা বলেন এ এলাকায় অবৈধভাবে কেউ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা করতে পারবে না।
অভিযোগ পেলে যে কোন সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ডিশ ব্যবসায়ীদের জেল জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে মনোহরগঞ্জ থানার উপ পরিদর্শক মিনহাজুল ইসলামসহ পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন।