আজ ২৬শে নভেম্বর, ২০২৪, সকাল ১১:৩৪

ভূমি কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে দাগনভূঞায় কালো ব্যাজ ধারণ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞায় বাংলাদেশ ভূমি অফিস কল্যাণ সমিতির আয়োজনে ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার ও নিয়োগ বিধিমালা অনুপাতে পদোন্নতি ও শূন্য পদে নিয়োগের দাবিতে সোমবার (১৭ জানুয়ারি) সকালে দাগনভূঞা পৌর ভূমি অফিসে কালো ব্যাজ ধারণ করেন কর্মকর্তাগন।

এসময় ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের বেতন স্কেলের উপর অবৈধ স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী ভূমি
নিয়োগ বিধিমালা অনুপাতে পদোন্নতি ও শূন্য পদে নিয়োগের জোর দাবী জানান।

একই দাবীতে গত ৬ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচিসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ভূমি কর্মকর্তা ও জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সহ সভাপতি মোঃ ইয়াছিন বলেন, জিও জারীর পর থেকে উন্নীত বেতন স্কেলের উপর স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবী জানান। তিনি সংশোধিত নিয়োগ বিধি মোতাবেক ভূমি কর্মকর্তাদের পদোন্নতি প্রদান ও নতুন নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণের দাবীও জানান।

উল্লেখ্য, চার দিন ব্যাপী ভূমি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০