নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বরুড়ায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু হয়েছে। ঘটনার ৫ দিন পর বৃহস্পতিবার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ৪০ বছরের ওই ব্যক্তি উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা এলাকার বাসিন্দা ছিলেন। গত রোববার ছেলের ছুরিকাঘাতে গুরুতর জখম হন তিনি। ঘটনার পর থেকে পলাতক ১৭ বছরের অভিযুক্ত ছেলে।
পরিবারের বরাতে শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান জাকারিয়া জানান গত রোববার ওই ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই দম্পতির একমাত্র ছেলে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে। ঝগড়া না থামায় একপর্যায়ে বাবার পেটে ছুরি মেরে দেয় সে।
গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ৫ দিন পর বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,এ ঘটনা এতদিন আমাদের কেউ জানায়নি। শুক্রবার সকালে ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত জানাব।