আজ ৫ই মে, ২০২৪, রাত ১০:২৩

পা ঝিনঝিন কেন হয়?

Share on facebook
Share on twitter
Share on linkedin

মাহদী হাসান।।

মাঝে মাঝে হাত-পা ঝিন ঝিন করে।এই অস্বস্তিকর অনুভূতিটির সাথে সবাই কমবেশি পরিচিত।এটি temporary paraesthesia নামে পরিচিত, তবে pins and needles ও বলা হয়[1] । এর বেশকিছু কারণ আছে।

সাংবাদিক রফিকুল ইসলাম

শরীরে কোথাও যদি চাপ লেগে থাকে তখন এমন হয়।কারণ তখন রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হয়। চাপ সরে গেলে রক্ত সরবরাহ বেড়ে যায় এবং স্নায়ু মস্তিষ্কে সংকেত প্রেরণ করে।মস্তিষ্কে তখন এভাবে থেমে আসা সংকেত পিনপিনের মতো অনুভূতি জাগায়।তাই আমরা এমন অনুভব করি।

মোবাইল বা ল্যাপটপ অনেকক্ষণ ব্যবহারের ফলে কব্জির মিডিয়ান স্নায়ুতে চাপ পড়ায় এমন হতে পারে।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শুগার বেড়ে গেলও এমন হতে পারে।[2]

কখনো কখনো ভিটামিনের অভাবজনিত কারণে এমন হয়।

এরকম হলে হাত-পা কয়েকবার ঝাড়া দিলে ঠিক হয়ে যাবে।কিন্তু এমনটা যদি ঘনঘন আর বেশি মাত্রায় হয় তখন সেটা কোনো রোগের লক্ষণ হতে পারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১