আজ ৩রা মে, ২০২৪, সন্ধ্যা ৭:৫১

নাঙ্গলকোটে মডেল মসজিদ পরিদর্শনে ধর্মপ্রতিমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মোঃ হুমায়ুন কবির মানিক।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল ইসলাম খান। শনিবার দুপুরে উপজেলার সদর এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ কাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী ঠিকাদারী প্রতিষ্ঠানকে আগামী ৬ মাসের মধ্যে নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। মসজিদ পরিদর্শনকালে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ধর্মবান্ধব সরকার। ইসলাম ও মুসলমানদের কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অপরিসীম। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইসলাম ও মুসলমানদের কল্যাণে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন প্রতিমন্ত্রী আরো বলেন, ‘স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। বর্তমান সরকারের নেতৃত্বে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রের সর্বস্তরের নাগরিককে সরকারের পাশে থাকার আহবান জানান মন্ত্রী।

পরে মৌকারা ইউনিয়নের ময়ূরা গ্রামে বাদশা আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নমূলক কাজে সহযোগিতার ঘোষণা দেন মন্ত্রী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা।

লামইয়া সাইফুল, এলজিইডি কুমিল্লার প্রধান প্রকৌশলী আব্দুস সাত্তার, নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনসহ সরকারের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১