আজ ৬ই মে, ২০২৪, রাত ২:১৮

নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী’র ১১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

শিক্ষা বিস্তারের মহান স্থপতি উপ মহাদেশের নারী জাগরণের পথিকৃত নবাব ফয়জুন্নেছা চৌধুরানী’র ১১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং নিবেদিত কবিতা পাঠ, আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করে ওমর ফারুক ভূইয়া, অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন এস এম মাহফুজুল হক, স্বাগত বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ সরকার লিটন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আলী হোসেন চৌধুরী, অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারিকুর রহমান জুয়েল, ভাইস চেয়ারম্যান, আদর্শ সদর, উপজেলা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন, ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মজুমদার, নারী নেত্রী জোনাকী মুন্সী, মহিলা কাউন্সিলর হাজী নেহার বেগম, কুমিল্লা সংলাপ এর পরিচালক মোঃ শাহজাহান চৌধুরী, যুবদল নেতা বোরহান মাহমুদ কামরুল, লেখক ও গবেষক মোঃ কামাল উদ্দিন, প্রফেসর খন্দকার সেলিম, কবিতা আবৃতি করেন রোকসানা ইয়াসমিন মনি, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মাহাবুব আলম বাবু, কুমিল্লা কবি ফোরামের যুগ্ম সম্পাদক মোঃ জাঙ্গীর আলম যাবির, সহ সভাপতি সফিকুল ইসলাম ঝিনুক, সমতটের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামাল উদ্দিন দামাল, সিটিভি নিউজ টুয়েটি ফোর-এর সহকারী সম্পাদক ওমর কাইয়ূম পলাশ, প্রভাষক আনোয়ার হোসেন, এপেক্সিয়ান মোঃ আব্বাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, স্মৃতি শিক্ষা কানন প্রি ক্যাডেট হাইস্কুলের পরিচালক মোঃ ফয়েজ আহম্মদ, মোঃ সিরাজুল ইসলাম, কবি দেলোয়ার হোসেন জীবন, রোখসানা ইসলাম দুলালী, সেলিনা বেগম, নাছিমা বেগম, সানজিদা ইসলাম, সহিদুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জয়নাল আবেদীন রনি, অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন নবাব পরিবারের সদস্য ফজলে এলাহী ফয়সাল। সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহন করেন। বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন গণমাধ্যম কর্মী আবৃত্তি শিল্পী মোহতাসিম প্রীতিম, সাজ্জাদ, রিফাত, সাহাবুদ্দিনসহ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১