আজ ২৯শে ডিসেম্বর, ২০২৪, রাত ২:০৭

নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন হবে (কুসিক)।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন হবে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগমী ১৬ মে’র মধ্যে এই সিটিতে নির্বাচন আয়োজন করতে হবে।ইসি সূত্রে জানাযায়, ২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ কুমিল্লা সিটি করপোরেশেনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। আইন অনুযায়ী- প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ।

এজন্য কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। আর ভোটগ্রহণ করতে হয়, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এ হিসেবে গত বছর ১৬ নভেম্বর থেকে এই সিটির নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। এজন্য ১৬ মে’র মধ্যে অবশ্যই নির্বাচনের আয়োজন করতে হবে।কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে তিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চেয়েছে ইসি।

মন্ত্রণালয় কোনো আপত্তি না জানালে চলতি মাসের শেষের দিকেই এই সিটির তফসিল ঘোষণা হতে পারে।এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান বলেন, কুমিল্লা সিটির সীমানা জটিলতা নিরসনে হাইকোর্ট রিট হয়েছিল। এ নিয়ে আইনি জটিলতা এখনো রয়ে গেছে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। তারা মতামত দিলেই আমরা তফসিলের প্রস্তুতি নেব।২০১৭ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয়বারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই সময় ভোট হয়েছিল ১০৩টি কেন্দ্রে। মোট ভোটার ছিলেন ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১