নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার চকবাজারে সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় দুই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে আগের দামে মজুদ করে রাখা ৮ হাজার ৩৬৪ লিটার তেল উদ্ধার করে খুচরা দোকানীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। কুমিল্লা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দরা এ বিক্রয় কাজে সহযোগিতা করেন।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও আজ সয়াবিন তেলের দাম তালিকায় লিখে না রেখে বেশি দামে বিক্রি করায় গন্ধেশ্বরী স্টোরকে ৫ হাজার টাকা এবং সাহা ট্রেডিংকে ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, চকবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।